নোয়াখালীর সোনাইমুড়ীতে আড়াই বছরের শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার বাঞ্চানগর গ্রামে বেড়িবাঁধের পাশে একটি বাড়ি থেকে সোমবার ভোর ৫টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন সোনাইমুড়ী উপজেলার ৫ নম্বর অম্বরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য অম্বরনগর গ্রামের মো. রাসেল ও লক্ষ্মীপুর জেলার বাঞ্চানগর গ্রামের মাসুদ আদনান।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আলমগীর হোসেন সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, আটক রাসেল শিশু নাজমুল হাসান মেজবার দূর সম্পর্কের আত্মীয়। প্রায়ই তিনি অম্বরনগর গ্রামে মেজবাদের বাড়িতে যাতায়াত করতেন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে মেজবাদের বাড়িতে যান রাসেল। পরে মেজবাকে দোকান থেকে কিছু কিনে দেয়ার কথা বলে নিয়ে যান রাসেল।
এরপর ফোনে শিশুটির মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করেন।
রোববার রাত ৮টার দিকে ঘটনাটি পুলিশকে জানালে তারা সোমবার ভোর ৫টার দিকে মাসুদ আদনানের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে মাসুদ ও রাসেলকে আটক করা হয়।
এরপর শিশুটির পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়েছে।