বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক জামিল হত্যা পরিকল্পিত, দাবি পরিবারের

  •    
  • ১৭ মে, ২০২১ ১৮:০৫

জামিলের ভাই নাফিজ আহমেদ খান টিটু বলেন,‘১২ মে সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়নের টাকার ভাগবাটোয়ারা নিয়ে ও সংগঠনের পোস্ট দখল করতে পরিকল্পিতভাবে জামিলকে হত্যা করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের বাসায় যুগ্ম সম্পাদক মিলন উল্লাহ সহযোগীদের নিয়ে জামিলকে ধাক্কা দিয়ে ফেলে দেন।’

সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জামিল হাসান খান খোকন হত্যা পরিকল্পিত বলে দাবি করেছে তার পরিবার।

কুষ্টিয়ার কোর্টপাড়ার হাসপাতাল মোড়ে নিজ বাসভবনে সোমবার বেলা ১১টার দিকে জামিলের পরিবার সংবাদ সম্মেলনে এমন দাবি জানায়।

সংবাদ সম্মেলনে জামিল হাসানের ভাই কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান টিটু বলেন, ‘১২ মে সন্ধ্যায় সাংবাদিক ইউনিয়নের টাকার ভাগবাটোয়ারা নিয়ে ও সংগঠনের পোস্ট দখল করতে পরিকল্পিতভাবে জামিলকে হত্যা করা হয়েছে। সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের বাসায় যুগ্ম সম্পাদক মিলন উল্লাহ সহযোগীদের নিয়ে জামিলকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে জামিল অচেতন হয়ে ডিপ কোমায় চলে যায়। পরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ১৩ মে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।’

পরদিন রাশেদুল ইসলাম বিপ্লব, মিলন উল্লাহ, সালমান সাহরিয়ার রাজু ও রাকিবুল হাসানের নামসহ আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে মডেল থানায় হত্যা মামলা করা হয়।

টিটু অভিযোগ করেন, ‘আমি মামলা দিলেও পুলিশ শুধু জিডি নিয়েছে। বিপ্লবের বিচার হওয়া উচিত। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকাদের আলাদা আলাদা করে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।’

জামিলের স্ত্রী কামরুন্নাহার খান বলেন, ‘সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার চাই।’

কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ‘এ বিষয়ে দ্রুতগতিতে তদন্ত চলছে, অভিযোগ সত্য হলে জিডি মামলা হিসেবে নেয়া হবে। আসামিদের আইনের আওতায় আনা হবে।’

এ বিভাগের আরো খবর