বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেড নির্মাণ নিয়ে হট্টগোল: সাড়ে ১৯ ঘণ্টা পর চালু হিলি

  •    
  • ১৭ মে, ২০২১ ১৬:১৮

রোববার শেড নির্মাণ কাজ শুরুর আগেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে মৌখিকভাবে জানানো হয়েছিল। কিন্তু রোববার বেলা ৩টার দিকে বিএসএফের পক্ষ থেকে শেড নির্মাণে বাধা দিলে কাজ বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে উপজেলা প্রশাসনকে অস্থায়ী শেড নির্মাণে বাধা দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বন্ধ হওয়ার সাড়ে ১৯ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

হাকিমপুর উপজেলা প্রশাসনের অনুমতিতে হিলি স্থলবন্দর দিয়ে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আমদানি-রপ্তানি পুনরায় শুরু হয়।

এর আগে রোববার বিকেল ৩টার দিকে ওই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন আমদানি-রপ্তানিকারকরা।

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন জানান, রোববার ভারতে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরত আসার জন্য হিলি ইমিগ্রেশন চেকপোস্ট চালু হয়। ভারত থেকে আসা যাত্রীদের তথ্য সংগ্রহ করতে উপজেলা প্রশাসন সীমান্তের চেকপোস্ট গেটের পাশে অস্থায়ী শেড নির্মাণ শুরু করে।

তিনি আরও জানান, শেড নির্মাণকাজ শুরুর আগেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে বিএসএফকে মৌখিভাবে জানানো হয়েছিল। কিন্তু রোববার বেলা ৩টার দিকে বিএসএফের পক্ষ থেকে শেড নির্মাণে বাধা দিলে কাজ বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ যাত্রী পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।

সোমবার সকালে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলির স্থলবন্দরের রেললাইনের পাশে ফাঁকা জায়গায় শেড নির্মাণের সিদ্ধান্ত হলে সকাল সাড়ে ১০টা থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

এ বিভাগের আরো খবর