বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে যুবক নিহত

  •    
  • ১৭ মে, ২০২১ ১৫:৪২

খুলনা, রাঙ্গামাটি ও চট্টগ্রামে তিন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

খুলনা, চট্টগ্রাম ও রাঙ্গামাটিরতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় তিন জেলায় আহত হয়েছেন আরও ১১ জন।

সোমবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।

খুলনার ফুলতলায় ট্রাকের ধাক্কায় রিন্টু নামে মাহেন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন।

উপজেলার দামোদার এলাকায় খুলনা-যশোর মহাসড়কে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

রিন্টুর বাড়ি যশোরের কোতোয়ালি থানার শেখবাটি গ্রামে।

আহতরা হলেন আব্দুর রহমান, জামাল, তাসনিম, খোকন ও ফয়সাল।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দীন নিশ্চিত করে বলেন, মাহেন্দ্রাটি যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় দামোদার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রা দুমড়েমুচড়ে যায়।

এতে থাকা ছয় যাত্রীকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিন্টুর মৃত্যু হয়।

চট্টগ্রামের আনোয়ারায় পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে জিয়াউর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

উপজেলার পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমানের বাড়ি চন্দনাইশে। আহতদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস দিদারুল ইসলাম সিকদার নিউজবাংলাকে জানান, সকালে পিএবি সড়কের শশী কমিউনিটি সেন্টারের সামনে চট্টগ্রামমুখী একটি সবজির পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী জিয়াউর রহমানের মৃত্যু হয়।

এ সময় অটোরিকশায় থাকা আরও চারজন আহত হয়। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসকের পরামর্শে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গামাটির বাঘাইছড়ি-দিঘিনালা সড়কে চাঁদের গাড়ি উল্টে মোফাজ্জল নামে এক হেলপার নিহত হয়েছেন। এতে চালক এরশাদসহ গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন।

বাঘাইছড়ি-দিঘিনালা সড়কে দুই টিলা এলাকায় সোমবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জলের বাড়ি বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকায়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, তামাকবাহী চাঁদের গাড়ি উল্টে গিয়ে মোফাজ্জল নিহত হন। জিপগাড়ির চালক এরশাদসহ আহত হয়েছেন তিন জন।

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো খবর