বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ মে, ২০২১ ২১:৩০

‘উপজেলার মেহরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগের জায়গাটি বনের। গত মঙ্গলবার সকাল সাতটার দিকে বনপ্রহরীরা টহল দিতে থাকে। তখন তারা দেখেন চেয়ারম্যান শিহাব আমীন খান লোকজন নিয়ে বনের জমি থেকে ২০-২৫টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

ময়মনসিংহের ভালুকায় বনের জমি থেকে গোপনে গাছ কাটার অভিযোগে ৬ নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমীন খানের বিরুদ্ধে মামলা করেছেন বন কর্মকর্তা।

ভালুকা মডেল থানায় রোববার দুপুরে মামলা করেন ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের আওতাধীন মেহেরাবাড়ী ক্যাম্পের বন কর্মকর্তা একেএম সাফেরুজ্জামান।

মামলায় ওই চেয়ারম্যানের ম্যানেজার সুরুজ মিয়া, খলিলুর রহমান খানসহ অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলয় বলা হয়, উপজেলার মেহরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগের জায়গাটি বনের। গত মঙ্গলবার সকাল সাতটার দিকে বনপ্রহরীরা টহল দিতে থাকে। তখন তারা দেখেন চেয়ারম্যান শিহাব আমীন খান লোকজন নিয়ে বনের জমি থেকে ২০-২৫টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাধা দিলে তারা তেড়ে আসে এবং একপর্যায়ে গাছ ফেলে চলে যায়। পরে বনেরপ্রহরীসহ লোকজন সেই গাছগুলো তাদের ক্যাম্পে নিয়ে যান।

ভালুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব আমীন খান জানান, ১৫০ নম্বর দাগে বন বিভাগের কোনো জমি নেই। এখানে আমার নিজের জমি আছে। তবুও আমি ও আমার লোকজন গাছ কাটতে যাইনি। বন বিভাগ উদ্দেশ্যপ্রনোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।’

ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন জানান, কয়েকদিন আগে চেয়ারম্যান শিহাব আমীন খান ও তার ছেলে মেহরাবাড়ি মৌজায় বনের গেজেটভুক্ত ১৫০ নম্বর দাগে মাটি ভরাট করে জমি দখলের চেষ্টা শুরু করে।

‘তখন আমি সেই জমি উদ্ধার করে গাছের চারা রোপণ করি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান তার লোকজন নিয়ে গাছ কেটে নেয়ার চেষ্টা করে।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, রোবার দুপুরে বন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর