গাজীপুরের টঙ্গীতে ছুরিকাঘাতে স্বপ্না নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর দত্তপাড়ার বনমালা এলাকায় রাস্তার পাশে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় প্রতিবেশী সাইজ উদ্দিন নামে একজনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সজল জানান, স্বামী পরিত্যক্তা স্বপ্নার বাড়ি ঝালকাঠিতে। তিনি দুই মেয়েকে নিয়ে টঙ্গীর একটি ভাড়া বাড়িতে থাকতেন। রান্না করা খাবার বিভিন্ন মেসে সরবরাহ করে সংসার চালাতেন স্বপ্না।
তিনি আরও জানান, রোববার সকালে মেসে খাবার দিয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন স্বপ্না। স্থানীয়রা উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক খায়রুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে স্বপ্নার মৃত্যু হয়েছে। তার ডান উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
মামলার আসামি সাইজ উদ্দিনের বিষয়ে পুলিশ কর্মকর্তা সজল জানান, স্বপ্না যেই মেসে খাবার দিতেন সেখানেই থাকতেন চায়ের দোকানদার ও রিকশার মেকানিক সাইজ উদ্দিন। যাওয়া-আসার পথে স্বপ্নাকে নিয়মিত উত্ত্যক্ত করতেন তিনি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, সাইজ উদ্দিনের বিরুদ্ধে দুপুরে মামলা হয়েছে স্বপ্নার মেয়ে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।