ফরিদপুর সদরে ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার আকাটেরচর ইউনিয়নের পুকারাম সরকারের ডাঙ্গী গ্রামে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত তাওহীদ ব্যাপারীর বাড়ি জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামে। সে তার বাবা-মায়ের একমাত্র সন্তান।
তাওহীদের ফুপাতো ভাই মো. জুনায়েদ নিউজবাংলাকে জানান, ঈদের পরদিন মায়ের সঙ্গে তাওহীদ তাদের বাড়িতে আসে। রোববার সকালে ভাইদের সঙ্গে বাড়ির পাশের খালে গোসল করতে গেলে সে ডুবে যায়। তার সঙ্গে থাকা শিশুরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে বাড়িতে এসে অন্যদের খবর দেয়।
তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ননী গোপাল হালদার নিউজবাংলাকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবার তার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে গেছে। তারা থানা-পুলিশ করেনি।