খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।
খুলনা-যশোর মহাসড়কের বেজেরডাঙ্গা এলাকায় রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত অটোরিকশাচালক আবু তাহেরের বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে।
আহতদের মধ্যে শিশু আয়েশাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ইকবাল হোসেন, তার স্ত্রী সাবিনা ও রবিউল ইসলামকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে নিজের ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রী নিয়ে ফুলতলা থেকে নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন তাহের। বেজেরডাঙ্গা এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে তাহের গুরুতর আহত হন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।