খুলনা মহানগরীতে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে।
মহানগরীর ইকবালনগর এলাকায় রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম শ্রাবণী। ইকবালনগর এলাকায় কেডিএ এভিনিউয়ে করিমাবাদ সি কলোনিতে চারতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তিনি।
ফায়ার সার্ভিসের টুটপাড়া স্টেশনের ইনচার্জ মুজিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ওই বাড়িতে বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের তিনটি ও নূরনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
তিনি জানান, আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় শ্রাবণীকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
তিনি আরও বলেন, ঘরের রান্নাঘরে রাখা গ্যাসের সিলিন্ডারের অবস্থা দেখে মনে হচ্ছে সেটিই বিস্ফোরিত হয়েছে। সে সময় ঘরে একাই ছিলেন শ্রাবণী। বিস্তারিত তদন্ত করে জানা যাবে।