ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমানা পাড়ি দেয়ায় এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে রোববার সকাল ১০টার দিকে রাকিব হোসেন নামের ওই যুবককে আটক করা হয়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাকিবের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। ভারত থেকে কিছু লোক অবৈধভাবে বাংলাদেশে ঢুকছে, এমন খবরে সীমান্তে অভিযান চালানো হয়। সেখানে সীমান্ত পিলারের বাংলাদেশ অংশের প্রায় ৩০০ গজ দূরে মাটিলা গ্রামের মাঠ থেকে আটক করা হয় রাকিবকে।
নজরুল জানান, রাকিব অবৈধভাবে ভারত গিয়েছিলেন। তাকে মহেশপুর থানায় পাঠানো হয়েছে। সেখানে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
নজরুল আরও বলেন, ১০ মে মাটিলা ও সামন্তা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ২৮ জনকে আটক করে বিজিবি। তাদের নামে মামলা দিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের জামিন দেয়। শহরের আজাদ রেস্ট হাউসে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। রাকিবকেও কোয়ারেন্টিনে রাখা হবে।