কুড়িগ্রাম সদর উপজেলায় পাওয়ার টিলারে ধান মাড়াইয়ের জন্য লাগানো ফ্যানে অসর্তকতায় জড়িয়ে পড়ে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার ১৫ মে সকালে নিজ বাড়িতে ধান মাড়াই করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের বাসিন্দা। তার বয়স ৭০ বছর।
স্থানীয় লোকজন জানান, পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে পাওয়ার টিলারে লাগানো ফ্যান দিয়ে ধান মাড়াই করছিলেন আবেদ আলী। অসাবধানতায় ফ্যানের সঙ্গে তার পরনের কাপড় জড়িয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।