বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নানা বাড়ি গিয়ে খাদে পড়ে শিশুর মৃত্যু

  •    
  • ১৬ মে, ২০২১ ০০:২৪

শিশুটির বাবা আব্দুল্লাহ বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আমার দুই মেয়ে বেড়াতে গেলেও আমার বড় মেয়ে লাশ হয়ে ফিরল আমার বাড়ি। সে ওই খাদে গোসল করতে গিয়েই মারা গেসে।’

ঈদ করার জন্য মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের আব্দুল্লাহ শিশু মেয়ে আফরিন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের আব্দুল্লাহর স্ত্রী হোসনে আরা বেগমের সঙ্গে ঈদ উপলক্ষে শুক্রবার পাশ্ববর্তী মির্জাপুর গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায় ৯ বছর বয়সী আফরিন।

সেখান থেকে একই গ্রামে অবস্থিত মায়ের নানা বাড়িতে বেড়াতে যায় আফরিন। সঙ্গে ছিল তার এক বোন ও মা হোসনে আরা। ওই বাড়ির অদূরে বৃষ্টির পানি জমে থাকা রাস্তার পাশে খাদে গোসল করতে গিয়ে মারা যায় আফরিন।

আফরিনের বাবা আব্দুল্লাহ বলেন, ‘আমার স্ত্রীর সঙ্গে আমার দুই মেয়ে বেড়াতে গেলেও আমার বড় মেয়ে লাশ হয়ে ফিরল আমার বাড়ি। সে ওই খাদে গোসল করতে গিয়েই মারা গেসে।’

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা ঘটনার শোনার সাথে সাথে সেখানে যাই এবং শিশু আফরিনের লাশ উদ্ধার করি। এ ব্যাপারে শিশুর পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই লাশ নেয়ার আবেদন করা হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমরা আইনমতই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি।’

এ বিভাগের আরো খবর