ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক পারাপারের সময় এক নারী পথচারী বাসচাপায় নিহত হয়েছেন।
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ বছর বয়সী ওই তরুণীর নাম রিতা আক্তার। তিনি ভালুকার ভরাডোবা এলাকার সোহেল মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।
তিনি বলেন, বিকেলে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন রিতা। এমতাবস্থায় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি ছিটকে মহাসড়কের পাশে পড়ে যান।
আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বাস পাওয়া যায়নি। মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।