বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পুকু‌রে ডু‌বে দুই বো‌নের মৃত্যু

  •    
  • ১৫ মে, ২০২১ ২২:৫৪

গৌরনদী থানার উপ প‌রিদর্শক মো. অ‌হিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ঈ‌দের ছু‌টি‌তে ঢাকা থে‌কে ৩ দিন আগে গৌরনদীতে দাদা বা‌ড়ি তারা বেড়া‌তে আ‌সে। পরে তারা যায় হ‌রি‌সেনার ফুফু আ‌মেনা বেগ‌মের বা‌ড়ি‌তে। বিকে‌লে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ হয় ওই দুই শিশু।

ঈ‌দের ছু‌টি‌তে ঢাকা থে‌কে ফুফু বা‌ড়ি বেড়া‌তে এ‌সে পুকু‌রে ডুবে দুই বো‌নের মৃত্যু হ‌য়েছে।

গৌরনদীর হ‌রি‌সেনা এলাকার পুকু‌রে শ‌নিবার বিকা‌লে নিখোঁ‌জের পর রাত ৯টায় তা‌দের নিথর দেহ উদ্ধার করা হয়।

মৃত আফসানার বয়স হয়েছিল ১২ বছর। তার থেকে পাঁচ বছরের ছোট জান্নাত। তারা মিলন সরদা‌রের মে‌য়ে।

গৌরনদী থানার উপ প‌রিদর্শক মো. অ‌হিদ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ঈ‌দের ছু‌টি‌তে ঢাকা থে‌কে ৩ দিন আগে গৌরনদীতে দাদা বা‌ড়ি তারা বেড়া‌তে আ‌সে। পরে তারা যায় হ‌রি‌সেনার ফুফু আ‌মেনা বেগ‌মের বা‌ড়ি‌তে। বিকে‌লে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে নি‌খোঁজ হয় ওই দুই শিশু।

এরপর খোঁজাখু‌জির পর রাত ৯টায় মরদেহ উদ্ধার করা হয় ব‌লে জানান পু‌লি‌শের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো খবর