ময়মনসিংহের একটি কওমি মাদ্রাসার কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেয়ায় প্রতিষ্ঠানটির চারটি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
ময়মনসিংহ সদরের খাগডহর ইউনিয়নের বাহাদুরপুর আরিফুল উলুম কওমি মাদ্রাসায় গত বৃহস্পতিবার গাছ কাটার ঘটনা ঘটে। এ নিয়ে সাবেক সভাপতি মফিজুল ইসলামের অনুসারীদের সঙ্গে স্থানীয় লোকজনের হাতাহাতিও হয়েছে।
স্থানীয় লোকজন জানান, গাছ কাটার ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই পক্ষে ভাগ হয়ে যাওয়া গ্রামবাসী যেকোনো সময় সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।
তারা আরও জানান, ২০ বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটির আগের কমিটির সভাপতি ছিলেন মফিজুল। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগ ওঠায় দুই মাস আগে তাকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়।
গাছ কাটা নিয়ে হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। ছবি: নিউজবাংলা
খাগডহরের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বাদল মিয়া অভিযোগ করেন, মফিজুল মাদ্রাসাকে ব্যবহার করে অনেক টাকা আত্মসাৎ করেছেন। মাদ্রাসার কোনো উন্নয়ন করেননি। নতুন কমিটিতে না রাখায় তার অনুসারীরা বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার দুটি গাছ ও রাতের আঁধারে আরও দুটি গাছ কেটে ফেলেন।
তিনি জানান, গাছ কাটার পর মাদ্রাসার মাঠে মফিজুলের অনুসারীদের সঙ্গে এলাকার লোকজনের হাতাহাতি হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থাও নেয়া হবে।