গোপালগঞ্জে সদর উপজেলার চর পাথালিয়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার দেয়ার পর মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানীর দক্ষিণ ফুকরা গ্রামের তারা আলী মোল্যার স্ত্রী মরিয়ম বেগম ও তার ছেলে প্রাইভেটকার চালক মহিদুল মোল্যা।
গোপালগঞ্জ সদর থানার ভারপরাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একই পরিবারের আট সদস্য একটি প্রাইভেটকারে জেলার টুঙ্গিপাড়া থেকে ঘোরাঘুরি শেষে নিজেদের বাড়িতে ফিরছিলেন।
তিনি বলেন, ‘প্রাইভেটকারটি চর পাথালিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা দেন। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক মহিদুল মোল্যা মারা যান।
ওসি বলেন, ‘পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান চালকের মা মরিয়ম বেগম। মারাত্মক আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।