ভোলার দৌলতখান উপজেলায় ডায়াগনস্টিক সেন্টারসহ ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের সামনে অলি স্টোর নামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনে পুড়ে গেছে একটি ডায়াগনস্টিক সেন্টার, একটি ফাস্টফুডের দোকান, দুটি মুদি দোকানসহ আরও দুটি দোকান।
ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার পর দৌলতখান বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করে বিদ্যুতের লাইন বন্ধ করার কথা বলা হলেও তারা শোনেনি। তাদের কারণেই ক্ষতির পরিমাণ বেড়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রুহুল আমিন নিউজবাংলাকে জানান, এই দোকান দিয়ে তার সংসার চলে ও ঋণের কিস্তি দেন। দোকান পুড়ে যাওয়ায় তিনি সর্বস্ব হারিয়েছেন। কীভাবে নতুন করে ব্যবসা শুরু করবেন আর ঋণের টাকাই কীভাবে দেবেন জানেন না।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন জানান, মশার কয়েল বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।