নেত্রকোণার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ।
কলমাকান্দা উপজেলার কৈলাটি গ্রামে শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীকে হত্যার কথা স্বীকারও করেছেন ওই নারী।
নিহত রুক্কু মিয়ার বাড়ি পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে।
পুলিশ জানায়, রুক্কু মিয়া তিন বিয়ে করেছেন। রবিনা আক্তার তার প্রথম স্ত্রী। তাদের ৯ বছর ও সাত বছরের মেয়ে আছে। রবিনার অভিযোগ, কয়েক বছর ধরে তার স্বামী তাদের ভরণপোষণ দিচ্ছে না। এ ছাড়া পরবর্তী বিয়েগুলো নিয়েও তাদের মধ্যে কলহ চলছিল। এর জেরে দুই মাস ধরে তিনি কৈলাটি গ্রামে বাবার বাসায় থাকছিলেন।
শুক্রবার সন্ধ্যায় স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ করতে রুক্কু মিয়া শ্বশুরবাড়ি যান। রাতে সেখানেই ছিলেন। রাত ২টার দিকে রবিনা তার মাথার ডানপাশে কুড়াল দিয়ে কোপ দেন। সকাল ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে বাড়ি থেকে রবিনাকে আটক করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক নিউজবাংলাকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিনা স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।