শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রীর চাপ ঈদের দিন কমে আসলেও শনিবার সকাল থেকে আবার বেড়েছে।
শিমুলিয়া ঘাট থেকে সকালে ছেড়ে যাওয়া পাঁচটি ফেরিতে ছিল কেবল যাত্রীই।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। প্রত্যেকটিতে বিপুল যাত্রী ও যানবাহন পারাপার করছেন তারা।
তিনি আরও বলেন, সকালের দিকে যাত্রীদের অত্যধিক চাপ থাকায় অন্তত পাঁচটি ফেরি শুধু যাত্রী নিয়ে বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে। বাংলাবাজার ঘাট থেকেও প্রচুর যাত্রী নিয়ে প্রত্যেকটি ফিরেছে শিমুলিয়ায়। নদীর দুই পাড়েই যাত্রীর চাপ আছে।
প্রফুল্ল বলেন, ‘কিছু মানুষ যারা ঈদে বাড়ি যেতে পারেননি, তারা বাড়ি যাচ্ছেন। আবার কিছু মানুষ ঈদ করে আগেভাগে ঢাকা ফিরছেন। সেজন্যই উভয় পাড়ে যাত্রীর ভিড় বাড়ছে।’
শিমুলিয়া ফেরিঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ঘাট এলাকায় এখন পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে চারশ'রও বেশি গাড়ি। এসবের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।