চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় ভটভটিতে থাকা তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
নাচোল উপজেলার ধানসুরা বাজারে শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাম্মদ লিটন, রেজাউল করিম ও আব্দুল মালেক। তারা ছিলেন ধান কাটার শ্রমিক।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমিম রেজা জানান, নওগাঁর সাপাহার থেকে ধান নিয়ে নাচোলের দিকে যাচ্ছিল ট্রাকটি। আর সোনাইচণ্ডী হাট থেকে শ্রমিকরা ধান কাটার জন্য ভটভটিতে করে নওগাঁ যাচ্ছিলেন।
ধানসুরা বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি এটিকে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ভটভটিতে থাকা আহত শ্রমিকদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহতরা এখন হাসপাতালে ভর্তি।