স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অজান্তে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়।
ভোলার দৌলতখান উপজেলায় খেলার সময় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। মোহাম্মদ নামের শিশুটি উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের মাওলানা নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, দুপুরের দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় পরিবারের লোকজনের অজান্তে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরুর এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে দৌলতখান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, তাদেরকে কেউ বিষয়টি জানায়নি। এ বিষয়ে খোঁজ-খবর নেবেন।