বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিপক্ষের পিটুনিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ মে, ২০২১ ২৩:২২

বগুড়ার শাজাহানপুরে মাটিবাহী ট্রাক চলাচল নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে দ্বন্দ্ব ছিল জাহিদুর নামে এক মাটি ব্যবসায়ীর। এর জের ধরে গত ২৯ এপ্রিল রাতে সংঘর্ষে জাহিদুর গুরুতর আহত হন।

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের পিটুনিতে আহত মাটি ব্যবসায়ী জাহিদুর রহমানের মৃত্যু হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। জাহিদুর উপজেলার চকজোড়া গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি মাটি ও বালুর ব্যবসা করতেন।

স্থানীয় লোকজন জানান, চকজোড়া গ্রামে মাটি রাখার জায়গা রয়েছে জাহিদুরের। সেখান থেকে মাটিবাহী ট্রাক যাতায়াত নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে গত ২৯ এপ্রিল রাতে সংঘর্ষে জাহিদুর গুরুতর আহত হন।

ঘটনার পর গত ৩ মে জাহিদুরের ছেলে শহিদুল প্রতিবেশী আনোয়ার হোসেন ও আতিকুর রহমানসহ ১৫ জনকে আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে। মারধরের মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে আদালতে আবেদন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর