ময়মনসিংহের যৌনপল্লিতে ঈদের দিন রান্না করা খাবার বিতরণ করেছেন সংস্কৃতিকর্মীরা।
শুক্রবার দুপুরে নগরীর গাঙ্গিনারপাড় এলাকার যৌনপল্লিতে রান্না করা এসব খাবার বিতরণ করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন নিমুদিমুর উদ্যোগে এ খাবার দেন কবি সালমা বেগ।
খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, কাবাব, দই ও কোমল পানীয়।
উদ্যোক্তা শামীম আশরাফ বলেন, ‘তারাও আমাদের সমাজের অংশ। করোনা মহামারিতে দেশের সবখানেই আকাল চলছে। তবে এখানকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য এই উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘ধনাঢ্য মানুষরা যেন এগিয়ে আসেন। একে একে আমরা তাদের বিভিন্ন বিষয়ে স্বাবলম্বী করার চেষ্টা করব। তাদের বন্দিজীবনে আলো ফেলা প্রয়োজন। তাদের স্থায়ী নিরাপদ পুনর্বাসন প্রয়োজন। আমরা আশাবাদী, সমাজের সকল মানুষ তাদের পাশে দাঁড়াবে।’
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলার কবি, শিল্পী ও স্বেচ্ছাসেবকরা।