বাগেরহাটের মোল্লাহাটে ঈদের রাতে ঘুমন্ত অবস্থায় হত্যার শিকার হয়েছেন ইউসুফ শেখ নামে এক বৃদ্ধ। অভিযোগ, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে গলা কেটে হত্যা করা হয়।
উপজেলার হাড়িদাহ গ্রামে শুক্রবার ভোর চারটার দিকে হত্যার এ ঘটনা ঘটে। এ সময় আলামিন শেখ নামে একজন আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় উভয় পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ। ৭৫ বছরের ইউসুফের মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইউসুফের স্বজনরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের রশিদ গ্রুপ ও আবেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে গত ১৯ এপ্রিল দুই পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
তারা আরও জানান, এ ঘটনার পর ২৫ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ডেকে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করা হয়। তবে বৃহস্পতিবার আবারও উত্তেজনা দেখা দেয়। এর জের ধরেই ভোর চারটার দিকে ঘরে ঢুকে ঘুমন্ত ইউসুফকে হত্যা করা হয়।
মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবীর জানান, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। উত্তেজনা বিরাজ করায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েত করা হয়েছে।