নেত্রকোণার মদনে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
কৃষ্ণপুর গ্রামে শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি বাড়ির সামনে মুদি দোকান চালাতেন।
আটক আল আমিনের বাড়িও একই গ্রামে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিউজবাংলাকে বলেন, ধান কাটা নিয়ে বছরখানেক আগে আল আমিনের সঙ্গে দেলোয়ারের ঝগড়া হয়। সেই থেকে তাদের মধ্যে বিরোধ। এর জেরে শুক্রবার দুপুরে দেলোয়ারকে ছুরিকাঘাত করে আল আমিন ও তার লোকজন। গুরুতর অবস্থায় তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাপাতাল মর্গে পাঠায়। পরে অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে আল আমিনকে তার বাড়ি থেকে আটক করে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।