বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝিনাইদহের দুই গ্রামে ঈদ জামাতে সংঘর্ষ, আহত ৮

  •    
  • ১৪ মে, ২০২১ ১৭:১২

ঝিনাইদহের শৈলকুপায় এক ঈদের জামাতে মসজিদের উন্নয়নের টাকা তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। আরেক জামাতে সংঘর্ষের কারণ খুতবায় ভুল ধরা।

ঝিনাইদহের শৈলকুপায় দুই মসজিদে ঈদের নামাজের সময় দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছে।

শৈলকুপা উপজেলার ক্ষুদ্র রয়েড়া ও মীন গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, সকালে ক্ষুদ্র রয়েড়া গ্রামের মসজিদে ঈদের নামাজের আগে মসজিদের উন্নয়নের জন্য সবার কাছ থেকে টাকা তোলা হচ্ছিল। এ সময় এক পক্ষ দাবি করে, টাকা আগেই তোলা হয়েছে। নতুন করে আবার টাকা দেয়া হবে না।

এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় ছয়জন। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

চঞ্চল মাহমুদ নামে স্থানীয় একজন জানান, প্রায় একই সময় উপজেলার মীন গ্রামে ঈদের জামায়াতের পর খুতবায় ভুল ধরাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দুইজন আহত হন। তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর