বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও পালাল ভারতফেরত করোনা রোগী

  •    
  • ১৪ মে, ২০২১ ১২:০৯

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানান, ইউনুস গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তার করোনার রিপোর্ট পজিটিভ থাকায় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঠান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পালিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতাল থেকে আবার এক ভারতফেরত করোনা রোগী পালিয়েছেন।

হাসপাতাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তিনি পালিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউনুস আলী গাজী নামের রোগীর বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চররামপুর গ্রামে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউনুস গত বৃহস্পতিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। তার করোনার রিপোর্ট পজিটিভ থাকায় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে পাঠান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি পালিয়ে যান।

আরিফ আহমেদ আরও জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা ওই রোগীকে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন বলেন, ‘হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া রোগীকে উদ্ধারে অভিযান চলছে।’

এর আগে গত এপ্রিলের ১৮ থেকে ২৪ তারিখের মধ্যে ভারতফেরত সাতজন ও স্থানীয় তিনজন করোনা পজিটিভ রোগী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। করোনা ওয়ার্ডে পাঠানো হলে তারা পালিয়ে যান।

পরে পুলিশ পালিয়ে যাওয়া রোগীদের শনাক্ত করে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে ফের তাদের যশোর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

এ বিভাগের আরো খবর