ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসহায় ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তাদের হাতে তুলে দেয়া হয়েছে ঈদ উপহার।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শেখ ফরিদ দরগাহ জামে মসজিদ, আলীপুর গোরস্থান জামে মসজিদ, ভাঙ্গা রাস্তার মোড়, রথখোলা, লঞ্চঘাট, চকবাজার জামে মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
এ কার্যক্রমে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদসহ কর্মকর্তাবৃন্দ।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, থ্রিপিচ, লুঙ্গি, সেমাই, চিনি ও দুধ।
ঈদ উপহার হাতে পেয়ে খুশি পক্ষাঘাতগ্রস্ত কাশেম মিয়া। নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি পঙ্গু মানুষ। চলাফেরা তেমন করতে পারিনা। কোনোরকমে হেটে ভিক্ষা করে জীবন চলে। করোনার কারণে খুবই সমস্যার মধ্যে দিয়ে কাটছিল। এরপর আবার ঈদ এসে গেছে। ঈদের দিন একটু সেমাই কিনে খাব সেই অবস্থাও ছিলনা।
‘স্যারেরা আমাকে একটি লুঙ্গি, সেমাই, চিনি, দুধসহ খাবার দিয়েছে, ঈদের দিনে নতুন লুঙ্গি পড়তে পারব। কখনও ভাবিনি এবারের ঈদে নতুন লুঙ্গি পরতে পারব। পোলাপানগো নিয়ে একসাথে সেমাই খেতে পারব।’
শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করেন আয়শা বেগম। তিনিও পেয়েছেন শাড়ি, সেমাই সহ খাদ্য সামগ্রী। আয়শা বেগম বলেন, ‘স্যারেরা প্রতিদিনই ইফতারি দিয়েছেন, আমি অফিসের সামনে গিয়ে প্রতিদিনই ইফতারি এনেছি। আবার ঈদের আগের দিন শাড়ি, সেমাই, চিনি পেলাম। এবারের ঈদটা খুব ভালো কাটাতে পারব।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায় জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তিন শতাধিক অসহায় ভিক্ষুকের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, দুধ সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর আগে পুরো রমজান মাসজুড়ে দরিদ্র অসহায় মানুষের কথা চিন্তা করে প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইফতারি সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহারও মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে জেলা প্রশাসন। করোনার সংক্রমণ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অনেক মানুষকে এক জায়গায় জড়ো না করে ঘরে ঘরে এসব উপহার পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।
এ ছাড়া, জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে মেধাবীদেরও দেয়া হয়েছে ঈদ সম্মাননা।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, ‘করোনাকালীন সময়ে ছিন্নমূল মানুষগুলো খুব কষ্টে জীবনযাপন করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। করোনার কারণে শহরে লোকজন কম আশায় বিশেষ করে ভিক্ষুকরা বেশি বিপাকে পড়েছে।
‘ঈদও চলে এসেছে। তাই অন্তত ঈদের দিনটা যাতে তারা ভালোভাবে কাটাতে পারে সেকারণে তাদের হাতে তুলে দেয়া হয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রী। জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও পাশে থাকবে।’