লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত পিয়াস বাবুর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, হাতীবান্ধার নিজ গড্ডিমারী এলাকায় সোমবার দুপুরে সোহরাব আলী ও দুলাল হোসেনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের আটজন আহত হয়।
আহতদের মধ্যে সোহরাব আলী পক্ষের পিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।