বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, অটোরিকশাচালক আটক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ মে, ২০২১ ২৩:৩৫

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল এক কিশোরী। তাকে একা পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে ময়নাতলীর পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন ওসমান।

বান্দরবান সদর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।

উপজেলার রাজবিলা ইউনিয়ন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মো. ওসমান নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকার রাস্তায় ঘোরাঘুরি করছিল ওই কিশোরী। তাকে একা পেয়ে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে ময়নাতলীর পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন ওসমান।

ওই সময় কিশোরীর চিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। ওসমানকেও আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কিশোরীর মা জানান, ওসমান প্রায়ই তাদের এলাকায় আসা যাওয়া করে। তার মেয়ে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও রাস্তায় ঘুরছিল। এ সুযোগে ওসমান তার মেয়েকে প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছে।

রাজবিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইপ্রু জানান, ওই কিশোরী জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী। সে এলাকায় ঘুরে বেড়ানোর সময় ওসমান তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, ওসমানকে আটকের পর এলাকাবাসী তাদের কাছে হস্তান্তর করে। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর