বাড়িতে ঈদ আনন্দের প্রস্তুতি। এর মধ্যে হঠাৎ আগুন। পুড়ে গেল পরিবারের সম্পদ।
ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়িতে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আগুন লাগে। ঈদ আনন্দ উদযাপনের বদলে মাথা গোঁজার ঠাঁই খুঁজতে হয় তাদের।
আগুন লাগার খবর শুনে ছুটে যায় ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে যায় আটটি ঘর। তবে অন্য ঘরগুলো রক্ষা পায় দমকল কর্মীদের তৎপরতায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
ঘটনার পর পর সেখান যান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। তার মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রতি পরিবারকে ১৫ হাজার টাকা দেন।
এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তিন বান টিন, ৯ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
এ ছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ পরিবারগুলোর জন্য ঈদসামগ্রী দিয়েছে। স্থানীয় আরও অনেকেই এগিয়ে এসেছেন পরিবারগুলোর পাশে।
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘তাদের ঈদ উদযাপন মাটি হবে না। আমরা তাদের পাশে দাঁড়াব। তাদের প্রয়োজনীয় আসবাবপত্র রাতের মধ্যে পৌঁছে দেয়া হবে। ঈদ উদযাপন করতে যা যা লাগে আমরা সব সরবরাহ করব।’