বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ময়লা ফেলে রাস্তা বন্ধ, প্রতিবাদ করায় কুপিয়ে জখম

  •    
  • ১৩ মে, ২০২১ ২২:৪৯

গত ১০ মে আবর্জনাসহ কাচের টুকরা চলাচলের পথে ফেলে রাখা হয়। নুর হোসেনের শিশু কন্যা নাফিসা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় ওই কাচের টুকরায় পা কেটে রক্তাক্ত হয়। বুধবার সন্ধ্যায় নুর হোসেন ওই আবর্জনা ও কাচ ভাঙা পরিষ্কার করতে গেলে তাদের ওপর হামলা হয়। এ সময় নুরকে পেটানোর পাশাপাশি কোপানো হয়।

নোয়াখালী পৌরসভার একটি এলাকায় বাড়ির চলাচলের পথে আবর্জনা ফেলে রাস্তা বন্ধের চেষ্টার প্রতিবাদ করায় একজনকে ‍পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর নাম নুর হোসেন। তিনি ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাসিন্দা।

বুধবার সন্ধ্যায় পৌরসভার ওই ওয়ার্ডের কাদির চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

নুর জানান, তাদের একই বাড়ির প্রতিবেশী জাকের হোসেন দুলাল, আক্তার হোসেন বাহার, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে চলাচলের পথ বন্ধ করার চেষ্টায় আছেন। একাধিকবার তাদের চলাচলের পথে ময়লা-আবর্জনা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কয়েকবার সালিশও হয়।

গত ১০ মে জাকের হোসেন দুলালের পরিবারের সদস্যরা আবর্জনাসহ কাচের টুকরা চলাচলের পথে ফেলে রাখে।

নুর হোসেনের শিশু কন্যা নাফিসা বাড়ি থেকে বাইরে যাওয়ার সময় ওই কাচের টুকরায় পা কেটে রক্তাক্ত হয়।

বুধবার সন্ধ্যায় নুর হোসেন ওই আবর্জনা ও কাচ ভাঙা পরিষ্কার করতে গেলে তাদের ওপর হামলা হয়। এ সময় নুরকে পেটানোর পাশাপাশি কোপানো হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা নুর হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি তারা থানায় অভিযোগ করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন বলেন, ‘চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে আহত করার বিষয়ে অভিযোগ পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর