ময়মনসিংহে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হামলায় আহত গ্যারেজ মিস্ত্রী ইয়াছিন মিয়ার বাড়িতে গিয়ে ঈদ উপহার পৌঁছে দিলেন পুলিশ সুপার আহমার উজ্জামান।
উপজারের মধ্যে আছে সেমাই, চিনি, তেল, ডাল, চাল, মসলা, নুডুলস, কিসমিস, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বৃহস্পতিবার নগরীর বাড়েরার ইয়াছিনের বাড়িতে পুলিশ সুপার নিজে উপহার নিয়ে হাজির হন। এ সময় জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ছিলেন।
পুলিশ সুপারকে বাড়িতে পেয়ে ইয়াছিন কেঁদে ফেলেন। তার মাও এসপিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন।
এ সময় পুলিশ সুপার তাদেরকে সান্ত্বনা দেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ইয়াছিন নগরীর চুরখাই এলাকায় একটি দোকানে মিস্ত্রীর কাজ করতেন।
গত ২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে নগরীর চরপাড়ায় ও চুরখাই এলাকায় নাশকতা চলে। সে সময় ইয়াছিন গুরুতর আহত হন।
তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা হয় ঢাকায়। সেকান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল বলেন, ইয়াছিনের চিকিৎসা নিয়ে শুরু থেকেই খোঁজ খবর নেন পুলিশ সুপার।