যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক নারী মারা গেছেন।
বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০টার দিকে আম্বিয়া খাতুনের মৃত্যু হয়। তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন।
জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।মৃত আম্বিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা দুজনই শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।সিভিল সার্জন বলেন, আম্বিয়া কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে অসুস্থ ছিলেন। হোটেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি আরও বলেন, মৃত আম্বিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তার মরদেহ পুলিশের মাধ্যমে নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।হাসান ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জানায়, ভারতফেরত ওই দম্পতিকে গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আম্বিয়া ভারতে কিডনির চিকিৎসা নিতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে জেলা প্রশাসনকে জানানো হয়। এরপর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে বক্ষব্যাধি হাসপাতালে নেয়া হয়।