নেত্রকোণায় কলমাকান্দার কালাপানি থেকে ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি নেত্রকোণা ৩১ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ভারতীয় মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকা থেকে জব্দ করেছে ভারতীয় ১৫ মন চাপাতা।
এর আগে সোমবার সন্ধ্যায় কালাপানননি থেকে ১২ লাখ টাকার ভারতীয় স্কীন শাইন ক্রীম, হরলিক্স, জুনিয়র হরলিক্স, নিহার কোকোনাট হেয়ার ওয়েল এবং কোলগেট টুথপেস্ট জব্দ করেছিল বিজিবি।
বুধবার বিকালে নেত্রকোণা ৩১ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বিকালে এই চাপাতা জব্দ করা হয়। জব্দকরা ৬০০ কেজি চাপাতার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।
মেজর নূরুদ্দীন মাকসুদ জানান, কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে লেংগুড়া বিওপির সুবেদার রুহুল আমিনের নেতৃত্বে ৬ সদস্যের একটি দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ১১৭০/৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি এলাকায় ভারতীয় চাপাতা প্যাকেটে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে টহল দলটি। পরে এই চাপাতা জব্দ করা হয়। জব্দের এই চাপাতা ঘটনায় কলমাকান্দা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।