বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুর্দশার খবর পড়ে পরীভানুদের জন্য ঈদ উপহার

  •    
  • ১৩ মে, ২০২১ ০০:১৪

‘আমি নিউজবাংলার প্রতিবেদনটি পড়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রতিবেদকের সাথে যোগাযোগ করি। পরীভানুরা ভালো থাকুক, সুখে-শান্তিতে ঈদ উদযাপন করুক।’

বরগুনার পোটকাখালী খেয়াঘাটের চা দোকানি পরীভানু ও তার তিন নাতি-নাতনিকে ঈদ উপহার দিয়েছেন পুলিশ ও সাংবাদিকরা।

বুধবার বিকেলে এই উপহার তুলে দেয়া হয়।

পরীভানু ও তার স্বামী পনুকে লুঙ্গি-পাঞ্জাবি ও শাড়ি উপহার দিয়েছেন বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম।

দুই নাতনি সুমাইয়া ও তাসফিয় এবং নাতি তাহসিনকে জামা কিনে দেন বাংলা ট্রিবিউন ও দেশ রূপান্তর পত্রিকার বরগুনা প্রতিবেদক সুমন সিকদার।

বুধবার সন্ধ্যায় নিউজবাংলার বরগুনা প্রতিবেদক রুদ্র রুহান ও বাংলা ট্রিবিউন ও দেশ রূপান্তর পত্রিকার বরগুনা প্রতিবেদক সুমন সিকাদার পরীভানুর পরিবারকে উপহারের পোশাক তুলে দেন।

মঙ্গলবার নিউজবাংলায় পরীভানু ও তার নাতি-নাতনিদের দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন দেখে পরীভানুদের ঈদ উপহার দিতে আগ্রহ প্রকাশ করেন বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম। তার সঙ্গে যুক্ত হন সাংবাদিকরা।

ঈদ উপহার পাওয়ায় বেজায় খুশি পরীভানু। তিনি বলেন, ‘আমনহেগো লইগ্যা দোয়া হরি, আল্লায় ভালো রাহুক, মোর নাতি-নাতনিগো লইয়া এইবার ঈদটা আনন্দে করতে পারমু।’

বরগুনা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে থাকা নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রতিটি মানুষের কর্তব্য। আমি নিউজবাংলার প্রতিবেদনটি পড়ার পর মনটা খুব খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রতিবেদকের সাথে যোগাযোগ করি। পরীভানুরা ভালো থাকুক, সুখে-শান্তিতে ঈদ উদযাপন করুক।’

এ বিভাগের আরো খবর