বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘মনিরে ঈদের জামা দেছে আমি খুব খুশি’

  •    
  • ১২ মে, ২০২১ ২২:১০

‘এখনকার তরুণরা অসহায়দের পাশে আছে। সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। তাই চৌরঙ্গী ক্লাবের এই পোশাক বিতরণ অনুষ্ঠান অন্যরকম লেগেছে।’

রাহেলা বেগমের একমাত্র সন্তান সুরাইয়া। স্বামী অসুস্থ, তাই আয়ের পথ বন্ধ। কয়েকটি জায়গা থেকে খাদ্য সহায়তা পেয়েছেন কিন্তু শিশু সন্তানের নতুন জামা কেনা হয়নি। চৌরঙ্গী ক্লাব মাগুরা নামে একটি সংগঠন রাহেলার হাতে তুলে দিয়েছে রঙিন জামা। তিনি সন্তানের হাতে সেই জামা তুলে দিতে দিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন। বলেন, ‘মনিরে ঈদের জামা দেছে আমি খুব খুশি।’

শুধু রাহেলা নয়। এই সংগঠন জামাকাপড় বিতরণ করেছে শতাধিক শিশুর মাঝে। যাদের দেয়া হয়েছে, তারা সবাই রাহেলার মত কঠিন বাস্তবতায় দিন পার করছেন।

মঙ্গলবার বিকেলে মাগুরা শহরের আতর আলী লাইব্রেরিতে এই ঈদ উপহার তুলে দেয়া হয়। বিতরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

এসময় তিনি বলেন, ‘এখনকার তরুণরা অসহায়দের পাশে আছে। সরকারের একার পক্ষে সব করা সম্ভব নয়। তাই চৌরঙ্গী ক্লাবের এই পোশাক বিতরণ অনুষ্ঠান অন্যরকম লেগেছে।’

অসহায় মানুষের সেবায় সমাজের ধনীদের এগিয়ে আসার আহবানও জানান তিনি।

চৌরঙ্গী ক্লাবের আহ্বায়ক আসিফ হোসেন শাকিল বলেন, ‘ক্লাব গঠন করা হয়েছে দেড় মাস হলো। সদস্যদের টাকায় রমজান মাসজুড়ে আমরা ইফতারসামগ্রী বিতরণ করেছি। ঈদের আগে আমরা সিদ্ধান্ত নিলাম সমাজের অসহায়, দরিদ্র মানুষের সন্তানদের জন্য কিছু করার। সেই তাগিদ থেকে পোশাক বিতরণ করা হলো।’

এ বিভাগের আরো খবর