বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোমালিয়ায় চাঁদ, চাঁদপুরের ৫০ গ্রামে ঈদ

  •    
  • ১২ মে, ২০২১ ১৫:২২

যাকারিয়া বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা দেয়ার ভিত্তিতে আমরা ঈদ উদযাপন করি। মঙ্গলবার সোমালিয়া, নাইজার ও পাকিস্তানে চাঁদ দেখা গেছে। হানাফি মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঈদ উদযাপন করছি।’

দেশের অন্যান্য জায়গায় রমজান মাস চললেও চাঁদপুরের অর্ধশত গ্রামে বুধবার ঈদ উদযাপিত হচ্ছে।

দেশের কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করা হলেও চাঁদপুরবাসী মেনে চলেন অন্য রীতি। বিশ্বের যেকোনো জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলেই তারা মেতে ওঠেন ঈদ উৎসবে।

জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ জামে মসজিদে বুধবার সকাল ১০টায় ঈদের প্রথম নামাজের জামাত হয়। এতে ইমামতি করেন মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী।

যাকারিয়া বলেন, ‘বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা দেয়ার ভিত্তিতে আমরা ঈদ উদযাপন করি। মঙ্গলবার সোমালিয়া, নাইজার ও পাকিস্তানে চাঁদ দেখা গেছে। হানাফি মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আমরা ঈদ উদযাপন করছি।’

তিনি জানান, সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় রীতিনীতি পালনের প্রচলন করেন। কিন্তু পরে একসময় নিয়মে পরিবর্তন আনা হয়।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. খাজা বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী বলেন, ‘এ বছর লকডাউনের কারণে অনেক মানুষ ঈদ করতে বাড়িতে আসতে পারেনি। তাই ঈদের নামাজের জামাত অন্যান্য বছরের তুলনায় কম হয়েছে।’

তিনি জানান, আগে চাঁদপুর জেলার ৪০টি গ্রামের মানুষ এই রীতি মেনে চললেও এখন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চাঁদপুরের অর্ধশত গ্রামের লক্ষাধিক মানুষ এই রীতি মানছে।

এ বিভাগের আরো খবর