বগুড়ায় নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক বৃদ্ধা খুন হয়েছেন। মঙ্গলবার রাতে সদরের শেখেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেওয়া ওই গ্রামের প্রয়াত রমজান আলী ফকিরের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বামী ও ছেলে মারা যাওয়ার পর আছিয়া বেওয়া তার পুত্রবধূ নাজিরাকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। বুধবার ইফতারের পর নাজিরা এক প্রতিবেশীর বাড়িতে কাজ করতে যান। রাত সাড়ে ১০টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে তিনি শাশুড়িকে ডাকাডাকি করে সাড়া পাননি। পরে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বিছানায় শাশুড়ির রক্তাক্ত মরদেহ দেখতে পান।
শেখেরকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, আছিয়া ও তার পুত্রবধূ এক বাড়িতে বসবাস করতেন। রাতে পুত্রবধূর চিৎকারে এলাকাবাসী আছিয়া খুনের বিষয়টি জানতে পারেন। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বগুড়া সদর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ওই বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।