নীলফামারীর সৈয়দপুরে একই পরিবারের তিনজনের করোনা শনাক্ত হওয়ার পর উপজেলা প্রশাসন তাদের বাড়িকে লকডাউন ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে এই ঘোষণা দেয়া হয়।
ওই পরিবারের প্রধান সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া মহল্লার বাসিন্দা আইনজীবী রায়হান আলী সম্প্রতি ভারত থেকে দেশে আসেন।
জানা গেছে, গত ২৭ মার্চ চিকিৎসার জন্য বাবাকে নিয়ে ভারতে যান আইনজীবী রায়হান। চিকিৎসা শেষে গত ২৩ এপ্রিল ঢাকায় ফেরেন তিনি। এরপর ২৭ এপ্রিল নমুনা পরীক্ষা করতে দেন। পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
এরই মধ্যে রায়হানের স্ত্রী ও ছয় বছর বয়সী ছেলের শরীরে উপসর্গ দেখা দিলে গত ৫ মে তারাও নমুনা পরীক্ষা করতে দেন। তাদের পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ আসে।
সোমবার দুপুরে একটি প্রাইভেট কারে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ঢাকা থেকে সৈয়দপুরে আসেন রায়হান।
বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে ওই আইনজীবীর বাড়ি লকডাউন করে পরিবারের সদস্যদের আইসোলেশনে রাখা হয়।
তাদের শরীরের করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি স্বাস্থ্য বিভাগ।
সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলেমুর বাশার জানান, বাড়িটি লকডাউন করে পরিবারের সব সদস্যকে আইসোলেশনে রাখা হয়েছে। আগামী ১৯ মে আবার তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে।
তিনি আরও জানান, রায়হান আলী বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। এরপর ঢাকায় আত্মীয়ের বাড়িতে ছিলেন। সেখান থেকে সোমবার নীলফামারী নিজের বাড়ি ফেরেন।