বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সানশেড থেকে নবজাতক উদ্ধার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মে, ২০২১ ২১:৩৪

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. রফিকুল হাসান জানান, শিশুটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে। কে বা কারা তাকে সানশেডের ওপর ফেলে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্ট করছেন।

পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের টয়লেটের জানালার সানশেড থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স হাসনা হেনা জানান, মঙ্গলবার বিকেলে মহিলা ওয়ার্ডের টয়লেট থেকে শিশুর কান্না শুনে তারা এগিয়ে যান। পরে খোঁজাখুঁজির পর টয়লেটের জানালার সানশেডে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়।

সিনিয়র নার্স সমাপ্তি ইয়াছমিন ও পাপিয়া জানান, মেয়েশিশুটিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। শিশুটি এখন সুস্থ আছে।

আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. রফিকুল হাসান জানান, শিশুটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে। কে বা কারা তাকে সানশেডের ওপর ফেলে গেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। তারা সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই ব্যাক্তিকে চিহ্নিত করার চেষ্ট করছেন। শিশুটিকে সার্বক্ষণিক চিকিৎসা দেয়ার জন্য ডাক্তার নিয়োগ করা হয়েছে।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি স্পর্শকাতর। স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো খবর