নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ২০০ হতদরিদ্র মানুষকে নতুন পোশাক উপহার দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সেইফ ফাউন্ডেশন ‘-এর সহযোগিতায় এসব পোশাক বিতরণ করা হয়।
নতুন পোশাকের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি ও শার্ট।
সেইফ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান । তারাও শুভেচ্ছা বক্তব্য রাখেন।
মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, করোনার কারণে স্বাভাবিক পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি না আমরা। যার কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে। এর মধ্যে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন চরম বিপাকে। তাদের কথা ভেবে আমি ঈদে নতুন পোশাক বিতরণের সিদ্ধান্ত নিই, যাতে এসব মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পারেন।