মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা দুজনেই মোটরসাইকেলের চালক। এ সময় আহত হয়েছেন আরও চার আরোহী।
মঙ্গলবার শ্রীনগরের কেয়টখালী এলাকায় বেলা পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের লোকমান হোসেন ও শরীয়তপুর জেলার সখিপুরের চরকান্দা মুন্সীকান্দি গ্রামের শাহ জালাল।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, উপজেলার কেয়টখালী এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন লোকমান। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান শাহ জালাল।
নিহত দুজনই মোটরসাইকেলের চালক ছিলেন। তারা মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী আনা-নেয়া করতেন।
আহতদের চারজনের মধ্যে একজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।