চট্টগ্রাম বন্দরের জেটিতে ক্রেনের ধাক্কায় ফিলিপাইনের এক নাবিক নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এমভি হান ই’র নাবিক এমলার ডনডোনায় কাটালানের মৃত্যু হলেও বিষয়টি মঙ্গলবার জানা যায়।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দরের তিন নম্বর জেটিতে চীন থেকে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী বার্থিংরত জাহাজ এমভি হান ই কনটেইনার নামানোর সময় ফিলিপাইনের নাবিক এমলার ডনডোনায় কাটালান ক্রেনের ধাক্কায় আহত হন।
তিনি আরও জানান, বিকেল ৪টার দিকে আহত ওই নাবিককে চট্টগ্রাম বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। সাড়ে ৪টার দিকে আহত নাবিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই নাবিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং সব আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।
সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘এমভি হান ই’র স্থানীয় এজেন্ট কিউএনএস শিপিং লজিস্টিকসের ব্যবস্থাপক ইব্রাহিম খলিলুল্লাহ জানান, পণ্য খালাসের সময় ক্রেনে মালামাল তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নাবিক এমলার।
চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘ফিলিপাইনের নাবিকের মৃত্যুর ঘটনা আমরা জেনেছি সোমবার ইফতারের আগে। রাত ১১টার দিকে তার মরদেহ মা ও শিশু হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’