চট্টগ্রাম থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া দুই শতাধিক গাড়ি আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পশ্চিম জোনের সহকারী কমিশনার মমতাজ উদ্দিন মঙ্গলবার দুপুরে নিউজবাংলাকে এই তথ্য জানান।
তিনি জানান, নানা কৌশলে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলায় যাত্রী নিয়ে গাড়ি চলছে, এমন তথ্যে নগরীর সিটি গেট এলাকায় চেকপোস্ট বসায় পুলিশের ট্রাফিক বিভাগ। চেকপোস্টে গত দুই দিনে দুই শতাধিক যাত্রীবাহী গাড়ি আটক করা হয়। এর মধ্যে রয়েছে মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স ও ট্রাক।
সিটি গেট এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শওকত হোসেন নিউজবাংলাকে বলেন, ‘সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিটি গেট এলাকায় চেকপোস্টে যাত্রী পরিবহন করছে এমন শতাধিক গাড়ি আটক করা হয়। এর আগের দিন শতাধিক গাড়ি আটক করা হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘ত্রিপল দিয়ে ঢেকে যাত্রী পরিবহনের চেষ্টা করছে এমন অন্তত তিনটা গাড়ি আটক করেছি। ভাড়ায় যাত্রী পরিবহন করছে এমন একটি অ্যাম্বুলেন্সও ছিল। আর প্রাইভেট কারগুলোও পুলিশকে ফাঁকি দিয়ে ভাড়ায় যাত্রী নেয়ার চেষ্টা করছিল। জিজ্ঞাসাবাদে চালক ও যাত্রীরা ভাড়ায় যাওয়ার কথা স্বীকার করেছেন।’