বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আখাউড়ায় ভারতফেরত নারীর করোনা

  •    
  • ১১ মে, ২০২১ ১১:৫৮

সিভিল সার্জন বলেন, ‘ভারত থেকে ফেরার পর ওই নারীসহ যারা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তাদের সোমবার করোনা পরীক্ষা করা হয়। সবার করোনা নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ এসেছে। প্রয়োজনে হোটেলের সবার আবার করোনা পরীক্ষা করা হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা এক নারীর করোনা শনাক্ত হয়েছে। যদিও ফেরার ৭২ ঘণ্টা আগে এক পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল তার।

বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন একরাম উল্লাহ। তবে ওই নারীর দেহে ভারতের ডাবল মিউট্যান্ট ধরন শনাক্ত হয়েছে কি না তা এখনও জানা যায়নি।

আক্রান্ত নারীকে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি বগুড়া জেলার সুত্রাপুরের গোয়ালরোডে।

এরই মধ্যে দেশে ছয় জনের দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ‘ডাবল মিউট্যান্ট’ ধরন শনাক্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ৭ মে তিনি ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেন। তিনদিন কোয়ারেন্টিনে রাখার পর সোমবার তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্টে ওই নারী পজিটিভ আসেন।

সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘ভারত থেকে ফেরার ৭২ঘণ্টা আগে ওই নারী করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ফলে তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে ফিরতে পেরেছেন। স্থলবন্দরেও তার তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।

তিনি আরও বলেন, ‘ওই নারীসহ যারা হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন তাদের সোমবার করোনা পরীক্ষা করা হয়। সবার করোনা নেগেটিভ হলেও ওই নারীর পজিটিভ এসেছে। তাকে হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রয়োজনে হোটেলের সবার পুনরায় করোনা পরীক্ষা করা হবে।’

আক্রান্ত নারী সাংবাদিকদের জানান, গত মাসের তিন তারিখে একাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন । কিন্তু অনুমতি না মেলায় দেশে ফিরতে দেরি হয়। ৭২ ঘণ্টা আগে করোনা টেস্টে নেগেটিভ আসলেও দেশে ফিরে তিনদিন কোয়ারেন্টাইনে থাকার পর পজিটিভ আসে।

তবে করোনার কোনো লক্ষণ নেই, শারীরিকভবে ভাল আছেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার ৬৭ জনসহ আখাউড়া স্থলবন্দর হয়ে গত ১৫ দিনে ভারত থেকে এসেছেন ৪১৩ জন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে কর্মরত আছেন। আর ৩৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য।

রোববার পর্যন্ত ৮৫ জন ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়ার চারটি আবাসিক হোটেল ও বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে ছিলেন। বাকিদের অনেকে নিজ নিজ এলাকার সরকার নির্ধারিত কোয়ারেন্টিন সেন্টারে আছেন।

এ বিভাগের আরো খবর