বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাতখরচের টাকায় ১০০ শিশুকে ঈদ উপহার

  •    
  • ১১ মে, ২০২১ ০১:১৩

প্রত্যেক শিশুকে একটি করে নতুন জামা এবং লাচ্চা সেমাই, চিনি, গুঁড়া দুধ, সুগন্ধি চালসহ খাদ্যসামগ্রীর একটি প্যাকেট দেয়া হয়। এতে শিশুরা খুবই আনন্দিত।

নিজেদের হাতখরচের টাকা বাঁচিয়ে নওগাঁয় ১০০ অসহায় শিশুকে ঈদ উপহার দিয়েছেন দুটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সদস্যরা।

প্রত্যেক শিশুকে একটি করে নতুন জামা এবং লাচ্চা সেমাই, চিনি, গুঁড়া দুধ, সুগন্ধি চালসহ খাদ্যসামগ্রীর একটি প্যাকেট দেয়া হয়। এতে শিশুরা খুবই আনন্দিত।

সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁদোয়া গ্রামে নওগাঁ ব্লাড সার্কেল ও মুক্তপাঠশালার স্বেচ্ছাসেবকদের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়।

উপহার পেয়ে মুক্তপাঠশালার ছাত্রী বর্ষা আক্তার বলে, ‘আমার বাবার জামা কিনে দেয়ার টাকা নাই। আজ ভাইয়ারা আমাকে নতুন জামা ও ঈদের খাবার দিয়েছে। আমি অনেক খুশি হইছি।’

সালমান ফারসি রসুল নামের মুক্তপাঠশালার আরেক ছাত্র বলে, ‘কয়েকজন ভাইয়া ও আপু আমাদের পড়ায়। তার লগে ঈদ উপহার দিছে। আমার আনন্দ লাগছে।’

নওগাঁ ব্লাড সার্কেলের সভাপতি আবু ইউসুফ বলেন, ‘আমরা চেয়েছি, হাতখরচের টাকা বাঁচিয়ে দরিদ্র শিশুদের হাতে ঈদসামগ্রী তুলে দিতে। আমাদের সংগঠন ও পাঠশালার যৌথ উদ্যোগে অসহায় শিশুদের পাশে দাঁড়াতে পেরে খুবই ভালো লাগছে।’

মুক্তপাঠশালার প্রধান শিক্ষক ও নওগাঁ সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী নাজমিন মুন্নি বলেন, ‘২০১৮ সালে নিজ উদ্যোগে ১৬ জন শিশু নিয়ে এই পাঠশালা শুরু করি। বর্তমানে মোট ১০০ জন শিক্ষার্থী রয়েছে। এই পাঠশালায় পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়ানো হয়। নওগাঁ ব্লাড সার্কেল ও আমাদের পাঠশালার সদস্যদের হাতখরচের টাকা বাঁচিয়ে শিশুদের কিছু উপহার দিতে পেরে সত্যি খুব ভালো লাগছে।’

স্থানীয় তেঁতুলিয়া বিএমসি কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান বলেন, ‘এই শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবকরা। যা খুবই প্রসংশনীয়।’

তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম বলেন, ‘অসহায় ১০০ শিশুর হাতে নতুন জামা ও খাবার তুলে দেয়ার ব্যতিক্রমধর্মী এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’

এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক ফরহাদ আলম, পরিচালক সৈয়ব আহমেদ সিয়াম, দপ্তর সম্পাদক মোতাসিন বিল্লাহ রিফাত, রবিউল ইসলাম, তামান্না খাতুন, উম্মে সাদিয়া সোলায়েত মুন, শারাফাত প্রত্যয়, রায়হান, তানভীর আহমেদ সিহাব, আলামিন রিফাত, রবিউল ইসলামসহ অনেকে।

এ বিভাগের আরো খবর