নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুই হাজার দরিদ্র পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদুল ফিতরের উপহার দেয়া হয়েছে।
উপহার হিসেবে প্রতিটি পরিবারকে দেয়া হয়েছে সেমাই, চিনি, গুড়ো দুধ, বাদামসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও নগদ ৪৫০ টাকা।
রোববার ও সোমবার সকালে ৬ নম্বর ওয়ার্ডের উজ্জলপুরে নিজ বাড়িতে এই ঈদ উপহার বিতরণ করেন কাউন্সিলর জাহিদুর রহমান শামীম। এ সময় দলীয় নেতা-কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহামারি করোনার মধ্যে ঈদের আগ মুহূর্তে এই উপহার পেয়ে খুশি হয়েছেন ওই ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষেরা।
কাউন্সিলর জাহিদুর রহমান শামীম বলেন, করোনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া এই খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপযুক্ত মানুষদের হাতে তুলে দেয়া হয়েছে।