করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা মানুষের জন্য খাদ্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকভাবে তা তুলে দেয়া হয় পাঁচ হাজার নিম্ন আয়ের মানুষের হাতে।
সোমবার বিকালে জেলা প্রশাসন ও জয়পুরহাট পৌরসভার উদ্যোগে সার্কিট হাউজ মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে সহায়তা নিতে আসা সবার জন্য আলাদা আসনের ব্যবস্থা করা হয়। হৈ হুল্লোড় না করে একে একে সবার হাতে তুলে দেয়া হয় খাবারের প্যাকেট।
জেলা প্রশাসক শরিফুল ইসলাম করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেয়ার কার্যক্রম উদ্বোধন করেন। তিনি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
একেকজনকে ১০ কেজি করে চাল, এক কেজি, এক কেজি করে ডাল, আলু, পেঁয়াজ ও এক লিটার করে সয়াবিন তেল দেয়া হয়।
পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের মুক্তি ও ভাগ্য উন্নয়নে আজীবন লড়াই করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য তিনি খাদ্য উপহার পাঠিয়েছেন।’
পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সহ সভাপতি গোলাম হক্কানি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডলও এ সময় বক্তব্য রাখেন।