রাঙ্গামাটির জুরাছড়ি থেকে একটি শম্বর হরিণের বাচ্চা উদ্ধার করেছে বনবিভাগ।
সোমবার উপজেলার ভারত সীমান্তবর্তী বারুদখোলা গ্রাম থেকে ওই হরিণ শাবকটিকে উদ্ধার করা হয়।
ওই এলাকায় একটি হরিণ শাবককে ঘুরতে দেখা গেলে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জমান শাহ নিউজবাংলাকে জানান, শম্বর প্রজাতির হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ‘শম্বর হরিণের গায়ের রং কালচে লাল। চার কেজি ওজনের হরিণশাবকটির বয়স ২ থেকে ৩ মাস হতে পারে। এই প্রজাতির হরিণের সংখ্যা এখন খুবই কম। সাধারণত পাহাড়ে এসব হরিণের বিচরণ দেখা যায় না।’
তিনি জানান, সুবলং এলাকায় দায়িত্বরত সহকারী বনসংরক্ষক গঙ্গাপ্রসাদ চাকমা, তোহিদুল রহমান ও লিটনসহ কয়েকজনের সহযোগিতায় হরিণের শাবকটিকে উদ্ধার করা হয়।